করোনা থেকে বাঁচতে মাস্ক (Mask) পরার নিয়ম তৈরি হয়েছে। কিন্তু, এই মাস্ক নিয়ে চলছে এক্সপেরিমেন্ট। নিত্য নতুন ডিজাইনের মাস্ক তৈরি হয়েছে। এর জন্য সুরক্ষার থেকে ফ্যাশন বেড়েছে বেশি। করোনা থেকে বাঁচতে যে সোশ্যাল ডিস্টেন্স (Social Distancing) মেনে চলার দরকার, তা এক প্রকার ভুলে গিয়েছিল সকলে। ফলে খুব তাড়াতাড়ি সংক্রমণ হয়েছে করোনার।