খাদ্যতালিকায় রাখুন নানা রকম খাবার। সবজি, ফল সব রাখুন খাদ্যতালিকায়। নানা রকম খাবার দিয়ে ডিশ বানান। থিম অনুসারে, প্লেট সাজাতে পারেন। প্রোটিন, ফাইবার, ভিটামিন সবকিছু রাখুন খাদ্যতালিকায়। নানা রকম খাবার রাখলে বারে বারে খিদে পাওয়ার সমস্যা দূর হবে। তাই এই সমস্যা দূর করতে এই টোটকা বেশ উপকারী।