এছাড়াও ওজন বাড়াতে সঠিক খাদ্যাভ্যাস জরুরি। রোজ স্বাস্থ্যকর খাবার খান। খাদ্যতালিকায় রাখুন প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন-সহ একাধিক উপাদান। আর অবশ্যই সঠিক সময় খাবার খান। নিয়ম মেনে চললে উপকার পাবেন। এর সঙ্গে ত্যাগ করুন ধূমপান। ধূমপান করলে খিদে কম পায়। তাই এই অভ্যেস ত্যাগ করলে খিদে না পাওয়ার সমস্যা দূর হবে। তাই সবার আগে এই অভ্যেস ত্যাগ করুন।