খাবারে ককটেল, কোন খাবারের সঙ্গে কী খেতে নেই না জেনেই মুখে তুলছেন হতে পারে ভয়ানক অসুখ
খাবার খাবার আগে সতর্ক থাকুন। মুঠো ভর্তি ওষুধের আশ্রয়ে না থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন কেবল ডায়েটে নজর দিয়েই। না জেনে ভুুল খাবারের যে কী ভয়ানক পরিণতি হতে পারে তা আমাদের জানা নেই। তাই ভলেও এক সঙ্গে এই খাবার গুলো খাবেন না।