প্রক্রিয়াজাত খাবার খাবেন না। বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস না খাওয়াই ভাপো। এগুলো প্রদাহ বৃদ্ধি করে। যা বাতের উপসর্গ বাড়াতে পারে। এতে ইন্টাপলেউকিন -৬, সি রিঅ্যাকটিভ প্রোটিন, হোমোসিস্টাইন এর মতো উপাদান প্রদাহ বৃদ্ধি করে। এতে আর্থ্রারাইটিস বা বাতের ব্যথা বৃদ্ধি পায়। এই কারণে খাদ্যতালিকায় থেকে বাদ দিন প্রক্রিয়াজাত খাবার।