বাঙালির সঙ্গে খাওয়া-দাওয়ার একটা আলাদাই সম্পর্ক আছে। আর শেষপাতে আম ছাড়া খাওয়াটা যেন সম্পূর্ণ হয় না। ভিটামিন সি, বি, ক্যালসিয়াম , আয়রন সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে আমের মধ্যে। আমের স্বাস্থ্যগুণ থাকলেও ওজন বাড়ার ভয়ে অনেকে আবার এড়িয়ে যান। অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ আম একাধিক রোগের মহৌষধ। তবে আম খেলেই হল না, আম খাওয়ার পরই কিছু খাবার খেলেই বাড়ছে বিপদের ঝুঁকি, কী বলছেন বিশেষজ্ঞরা।