থাইরয়েড ক্যান্সার চার ধরনের হয়ে থাকে। প্যাপিলারি, ফলিকুলার, মেডালারি ও অ্যানাপ্লাস্টিক। তবে, ঠিক কী কারণে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হন সাধারণ মানুষ তার সঠিক তথ্য প্রমাণ মেলেনি। গবেষণা বলছে অধিক স্হূলতা, স্ক্রনিক হেপাটাইটিস সি ও অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে থাইরয়েড ক্যান্সারের মতো মারণ রোগের কারণ।