চকোলেট মিল্কবানিয়ে খেয়ে ফেলুন রাতে। এতে পেটও ভরা থাকবে আর ওজনও বাড়বে না। খুব সহজে চকোলেট মিল্ক বানানো যায়। তবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ফ্যাট ফ্রি দুধ দিয়ে চকোলেট মিল্ক বানান। অনেকেই রাতে আইসক্রিম, ব্রাউনিজের মতো খাবার খেয়ে ফেলেন। এর থেকে অনেক উপকারী চকোলেট মিল্ক।