সকালে ব্রেকফার্স্ট করে না অনেকে। ব্রেক ফার্স্ট স্কিপ করার অভ্যেস আছে অনেকের। আবার অনেকে ডায়েটিং এর নামে অর্ধেক খেয়ে থাকেন। এই অভ্যেস ত্যাগ করুন। সকালে সঠিক সময় ও স্বাস্থ্যকর ব্রেক ফার্স্ট করা সবার আগে দরকার। সকালে রোজ ওটস খান, খেতে পারেন ব্রাউন ব্রেড ও ডিম। রোজ সকাল ৯ থেকে ৯.৩০ এর মধ্যে খাবার খান।