বয়স ৩০-এর কোটায় পা দেওয়া মানেই একের পর এক রোগ শরীরে বাসা বাঁধে রোগ। ডায়াবেটিস, প্রেসার, হার্টের রোগের মতো নানান শারীরিক জটিলতা দেখা দেয়। এই সবের সঙ্গে দেখা দেয় লিভারের রোগ। একবার শরীরে এমন রোগ বাসা বাঁধা মানে ডাক্তারি পরামর্শ মেনে চলা। কিন্তু, ঠিক কী কারণে এমন রোগ শরীরে বাসা বাঁধে তা কেউই বুঝে উঠতে পারেন না। আজ রইল বিশেষ তথ্য। রোজ এই ১০ টি ভুল কাজের জন্য দেখা দেয় লিভারের রোগ। এবার থেকে সতর্ক হন। দেখে নিন আপনিও এই ১০ ভুল করছেন কি না। তাহলে সতর্ক হন। সুস্থ থাকতে মেনে চলুন এই টোটকা।