অবসরে বা মাঝে মধ্যেই মুখে পুরছেন বাদাম, সব সময় খেলে হতে পারে শরীরর সমুহ ক্ষতি

Published : May 29, 2021, 04:24 PM IST

মুখোরচক কিছু সন্ধেবেলা মুখে না দিলে চলে না। অনেকেই আছেন এমন, যাঁরা চলতে ফিরতে বাদাম খেতে বেশ পছন্দ করেন। অনেকেই বলে থাকেন, বাদামের পুষ্টিগুণ অনেক। তা খাওয়া ভালো। কিন্তু বাদাম খাওয়ার খারাপ দিকগুলো জেনে খাচ্ছেন তো!

PREV
19
অবসরে বা মাঝে মধ্যেই মুখে পুরছেন বাদাম, সব সময়  খেলে হতে পারে শরীরর সমুহ ক্ষতি

কোনও বিশেষ সেলিব্রেশনে ড্রাই ফ্রুডস আমরা অনেককেই উপহার দিয়ে থাকি। আবার উপহারে পেয়ে থাকি। 

29

বাদাম সকলেরই খুব পছন্দের একটি খাবার। গল্পের ছলেই হোক বা চায়ের কাপের পাশে, বাদাম হলে এক কথায় জমে যায়। 

39

এখানেই শেষ নয়, বাদামের পুষ্টিগুণও অনেক। তাই তা টপ করে মুখে পুরতে অনেকেই দুবার ভাবেন না। 

 

49

তবে এই বাদামেরই এমন অনেক ক্ষতিকারক দিকও আছে যা থেকে বেজায় সমস্যায় পড়তে হতে পারে শরীর নিয়ে। 

59

অ্যালার্জির সমস্যা হতে পারে চীনা বাদাম খেলে। অনেকেই আছেন যাঁদের এই বাদাম খাওয়ার পর সমস্যা দেখা যায়। 

69

গ্যাসের সমস্যায় অল্পতেই ভোগেন যাঁরা তাঁদের জন্য বাদাম ক্ষতিকারক। কারণ বাদাম খেলে গ্যাসের সমস্যা বাড়ে। 

79

যাঁদের সেনসিটিভ স্কিন, তাদের পক্ষে চীনাবাদাম খাওয়া ক্ষতিকারক। কারণ এটি ত্বকের সমস্যা সৃষ্টি করে ও চুলকানি হতে পারে। 

89

যাঁরা শ্বাস কষ্টে ভোগেন তাঁদের পক্ষে বাদাম বিষ। বাদাম বেশি থেকে হাপানি বা শ্বাসকষ্ট আরও বেড়ে যায়।

99

তাই কথায় কথায় মুখে পুরে ফেলা নয়, সমস্যাগুলো জেনে নিয়ে তবেই বাদাম খান। অবশ্যই মাত্রা বুঝে। 

click me!

Recommended Stories