টক দইয়ের গুনাগুণের কথা কমবেশি সকলেরই জানা। তবে টক দই নিয়ে অনেকেরই অনেক রকমের মতামত রয়েছে। অনেকেই আছেন যারা সারাবছর টক দই খান। দুধের মতো দইয়েও রয়েছে দারউম পুষ্টিগুণ। গরম হোক বা শীতকাল টক দই খুবই উপকারি শরীরের জন্য। শারীরিক সমস্যার সমাধানেও দই অত্যন্ত উপকারি। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন নিয়ম করে এক কাপ টক দই খেলে নানা শারীরিক সমস্যা থেকে চিরকালের মতো মুক্তি পেলে। তবে টকদই এমন একটি খাবার যা অন্যান্য খাবারের সঙ্গে খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। এমন কিছু খাবারের সঙ্গে টকদই মিশিয়ে খেলেই বিপদ হতে পারে, কী সেই খাবারগুলি, জেনে নিন বিশদে।