গোটা দিন কাটে ল্যাপটপে মুখ গুঁজে। একেবারে বন্ধ শরীরচর্চা (Exercise)। এর থেকে বাড়ছে রোগ। যার মধ্যে অন্যতম হল ডায়াবেটিস। বর্তমানে বহু মানুষ ডায়াবেসিটিসে (Diabetes) আক্রান্ত। এই রোগকে সাইলেন্ট কিলার (Scient Killer) বলা হয়। এই রোগ একবার শরীরে বাসা বাঁধা মানে, ধীরে ধীরে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের ওপর প্রভাব বিস্তার করবে। তাই সবার রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রইল ১০টি খাবারের হদিশ। নিয়মিত যেগুলো খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস।