খেলে পারেন পাতিলেবু। এটি ভিটামিন, খনিজ, অ্যান্টি অক্সিডেনট পরিপূর্ণ। পিতালেবুতে আছে পটাসিয়ামস, আয়রন, ভিটামিন বি ৬। এতে থাকা কিছু যৌগ ব্যক্তির মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে। ক্যান্সার রোগীদের জন্য উপযুক্ত ফল হল পাতিলেবু। এটি রোগের চিকিৎসা চলাকালীন কিংবা চিকিৎসার পরও খেলে পারেন। এটি ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয়।