পিরিয়ড পিছতে নানা রকম ওষুধ খান অনেকে। তবে, জানেন কি অনেক ওষুধেরই নানা রকম সাইড এফেক্ট রয়েছে। এবার পিরিয়ডস পিছতে এবার ওষুধ নয়, মেনে চলুন ঘরোয়া টোটকা। এমন কিছু খাবার আছে, যা খেলে পিরিয়ডস পিছিয়ে যায়। এই সহজ টোটকা মেনে চললে উপকার পাবেন। জেনে নিন কী খাবেন কী খাবেন না।