পিরিয়ডস নিয়ে নানা রকম সমস্যা চলতে থাকে। কোনও মাসে অসহ্য পেট ব্যথা, কোনও মাসে হেভি ব্লিডিং, কোনও মাসে কম ব্লিডিং। কোনও মাসে সার্কেলের ২০ থেকে ২২ দিনের মাথায় পিরিয়ডস হয়ে যায়। আবার কোনও মাসে পিছতেই থাকে। প্রতি মাসে কোনও না কোনও সমস্যায় জেরবার অনেকে। এদিকে, কোনও অনন্দ উৎসবে পিরিয়ডস হলে আবার কঠিন সমস্যা। পিরিয়ডস পিছতে এবার ওষুধ নয়, মেনে চলুন ঘরোয়া টোটকা। রইল কয়টি খাবারের হদিশ।