তরমুজ- এই গরমে যারা ডায়েট করছেন, তারা রোজ তরমুজ খেটে পারেন। লো কার্ব ডায়েটে উপযুক্ত খাবার এটি। ১৫৪ গ্রাম তরমুজে ৯.৫৫ গ্রাম চিনি, ১৪১ গ্রাম জল থাকে। এতে থাকে ভিটামিন এ, সি লাইকোপেন, ফোলেট, কোলিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। যা শরীরে যেমন পুষ্টি জোগায়, তেমনই শরীর ঠান্ডা রাখে।