110
ডিম খাওয়া শরীরের পক্ষে ভালো, এতে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে। এমনটাই সকলেই জেনে এসেছি আমরা ।
Subscribe to get breaking news alertsSubscribe 210
তাই বাড়ির ছোট সদস্য থেকে শুরু করে বয়স্কদের পাতে, কখনও টিফিনে কখনও লাঞ্চে, ডিম মেনুতে একটা বিশেষ জায়গা নিয়ে থাকে।
310
কিন্তু সেই ডিম খাওয়া নিয়েই যদি থেকে যায় সংশয়! বেশি ডিম খাওয়া ক্ষতিকারক। সম্প্রতি এক জার্নালে উঠে এসেছে এই তথ্য।
410
বিশেষজ্ঞদের মতে বেশি ডিম খেলে শরীরে কোলেস্ট্রোলের সমস্যা দেখা যায়। কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়। যা হৃদরোগের কারণ হয়ে উঠতে পারে।
510
ডিমের কারণে আর্থ্রাইটিসের সমস্যাও দেখা দিয়ে থাকে। যা অনেকেরই অজানা। তাই অতিরিক্ত ডিম খাওয়া কখনও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।
610
ডিমের পর চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে শরীরে। তাই যাঁরা ব্রেকফাস্টে ডিম খেতে পছন্দ করেন, তাঁদের এই বিষয় সতর্ক থাকা উচিৎ।
710
ডিম খেলে যাঁদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাঁদের শরীর খারাপ হয়ে থাকে। তাই বিশেষ বিশেষ রোগের সমস্যা থাকলে ডায়েটেশিয়ানের মত নিয়েই ডিম খাওয়া উচিত।
810
ডিম আর চিনি একসঙ্গে মিশলেই সেখান থেকে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। যা রক্তকে জমাট বাধিয়ে দেয়। তাই ডিমের সঙ্গে চিনি খাওয়া নয়।
910
ফ্রিজে রাখা ডিম খুব বেশি হলে একমাস রাখা যেতে পারে। তার থেকে বেশি হলেই তা নষ্ট হয়ে যায়।
1010
রান্না করা ডিম কখনই ফ্রিজের মধ্যে দীর্ঘক্ষণ রাখা উচিত নয়। তিন দিনের বেশি রাখলে তা শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠে।