শীতে বদহজমের সমস্যায় কম-বেশি সকলেই ভুগছেন। এই সমস্যা সমাধান করতে নিয়মিত খান ক্যাপসিকাম (Capsicum)। এতে ভিটামিন এ, সি এবং বিটা ক্যারোটিন আছে, যা শরীরে জন্য উপকারী। আছে ভিটামিন ই (Vitamin E), ভিটামিন কে, ভিটামিন বি ৬ (Vitamin B6), থায়ামিন ও ফলিক অ্যাসিড। যা পূরণ করলে সকল ঘাটতি। এমনকী, ক্যাপসিকামে থাকা উপকারী উপাদানের গুণে মুক্তি পেতে পারেন ক্যান্সার রোগ থেকে। জেনে নিন রোজ কেন খাবেন ক্যাপসিকাম।