রোদে বাইরে বেড়োলেই শরীর অসার হয়ে মাথা ঘুড়িয়ে পড়ে যাওয়ার উপক্রম, যদি নিত্য ঘটনা হয় তবে এর কারণ হতে পারে লো প্রেসার। এই লো প্রেশারের ফলে শরীরে ক্লান্তি, অবসাদ, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট, অতিরিক্ত ঘাম, প্রধাণ লক্ষণ।