হলুদ
হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে তা সকলেই জানেন। এবং কমবেশি সকলের বাড়িতেই হলুদ থাকে। এটি যেমন ক্ষত নিরাময়ে কাজ করে তেমনই বার্নিং ফিট সিনড্রোমেও এটি স্বস্তি দিতে পারে। নারকেল তেলের সঙ্গে হলুদ মিশিয়ে জ্বালা জায়গায় লাগিয়ে নিলেই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।