সাদা চকচকে দাঁত চাই, হাজার চেষ্টাতেও মেলাচ্ছে না হলুদ দাগ, তবে জেনে রাখুন এই টিপস

দাঁতের মধ্যে থাকা হলুদ ছোপ, লোক সমাজে মুখ লুকিয়ে রাখতে হচ্ছে, প্রাণ খুলে হাঁসতে পারছেন না, মুখে হাত চাপা দিয়ে হাঁসতে হচ্ছে, মুহূর্তে সমস্যার সমাধান করুন এই কয়েকটি ঘরোয়া টিপসে...

Jayita Chandra | Published : May 21, 2021 11:01 AM IST / Updated: May 21 2021, 04:32 PM IST
17
সাদা চকচকে দাঁত চাই, হাজার চেষ্টাতেও মেলাচ্ছে না হলুদ দাগ, তবে জেনে রাখুন এই টিপস

এবার আর লজ্জায় মুখ ঢেকে ফেলা নয়। দাঁতের সৌন্দর্য সকলকে দেখান মাত্র সাত দিনেই। 

27

লেবুর খোসাঃ পাতিলেবুর খোসা শুকিয়ে ভালো করে তা গুঁড়ো করে নিতে হবে, এরপর তা এক চামচ গরম জলে মিশিয়ে প্রতিদিন দাঁত মাজতে হবে। 

37

বেকিং সোডাঃ বেকিং সোডা দাঁতের রঙ ধরে রাখতে বেকিং সোডা খুব ভালো কাজ করে। এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে জল দিয়ে পেস্ট বানিয়ে ব্রাশ করলে ফিরে পাওয়া যাবে দাঁতের রঙ। 

47

নারকেল তেলঃ নারকেল তেল মুখে সরাসরি দিয়ে কুলকুচি করে নিলেই মিলবে মোক্ষম ফল। তবে তা নিয়মিত করতে হবে। 

57

নিম পাতাঃ নিমের দাঁতন অনেকেই ব্যবহার করেন, নিম পাতা বেঁটে তাঁ পেস্টে মাখিয়ে নিয়ে ব্রাশ করলেও মেলে একই ফল। 

67

কলার খোসাঃ কলার খোসা দিয়ে সপ্তাহে দুবার দাঁত ঘষলেই মিলবে মোক্ষম ওষুষ এতে মুহূর্তে দাঁত চকচকে হয়ে ওঠে। 

77

মধুঃ দুচামচ মধু ও এক চামচ ভিনিগার মিশিয়ে ব্যবহার করলেই হাতে নাতে মিলবে ফল। এতে দাঁতের মারিও ভালো থাকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos