যখন বাড়িতে মনের মত পদ রান্না হয়, যেমন খাঁসির মাংস, বা প্রিয় ইলিশ মাছ ভাপা সেদিন কি আর অত মেপে ভাত খাওয়া সম্ভব হয়। এ ছাড়া বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, মনচুরিয়ান রাইস এ সব তো আছেই। তবে এখন চাইলেই আপনি মন ভরে ভাত খেতে পারবেন। ওজন বৃদ্ধির ভয় না করেই।