তবে, বিশ্ব কিসিং ডে শুধু প্রেমিক-প্রেমিকার দিন নয়। এই দিন সবার জন্য। বাবা-মায়ের স্নেহভরা চুম্বন, ভালোবোনের দুষ্টুমি ভরা চুম্বন- আজ সবার দিন। কপালে, হাতে এমনকী গালে চুম্বন খাওয়ার রয়েছে একাধিক উপকারীতা। কোনওটি স্নেহের প্রকাশ, কোনওটি ভালোবাসার প্রকাশ তো কোনওটি আবেগের প্রকাশ। সব কয় চুম্বনের রয়েছে আলাদা মানে। আলাদা অনুভূতি।