কলা ও ওটস দিয়ে স্মুদি বানাতে পারেন। ওজন কমাতে খেতে পারেন এই স্মুদি। এই আপেল ও ওটসের স্মুদি বানাতে প্রয়োজন ১টি আপেল, ২০ গ্রাম ওটস, ৪টে আমন্ড, ১টি খেঁজুর, ১ চা চামচ দারচিনি গুঁড়ো, দেড় কাপ দুধ, দেড় গ্লাস জল, ৩টে বরফ। এই কয়টি উপকরণ দিয়ে বানাতে পারেন কলা ও ওটসের স্মুদি।