ফলের বাজারে ফলের রানি নামে খ্যাত আঙুর। লাল, কালো, সবুজ- সব রঙের আঙুরই মন কাড়ে ফল প্রেমীদের। আঙুর খেতে পছন্দ করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। স্বাদের পাশাপাশি গুণেও ভরপুর আঙুর। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে পুষ্টি জোগাতে আঙুরের জুড়ি মেলা ভার। এই ফলে রয়েছে একাধিক পুষ্টিগুণ। যা একাধিক রোগের কবল থেকে আমাদের রক্ষা করে থাকে। বর্তমারে একাধিক রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ডায়াবেটিস, প্রেসার, হার্টের সমস্যা কঠিন সমস্যায় ভোগেন অনেকেই। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে ডাক্তারি পরামর্শ তো নেবেনই। তার সঙ্গে বদল করুন খাদ্যাভ্যাস। এমন একাধিক খাবার আছে যার গুণে কঠিন রোগ নিরাময় করা সম্ভব।