অল্প বয়সেই অনেকে আক্রান্ত হচ্ছেন নানান শারীরিক জটিলতায়। এর প্রধান কারণ হল পুষ্টির অভাব। ডায়াবেটিস, হার্টের রোগী থেকে প্রেসারের রোগী এখন ঘরে ঘরে। এই সকল রোগের মূল কারণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা। এখন কারও কাজের চাপে শরীর চর্চার সময় নেই, তেমনই সকলেরই খাদ্যাতালিকায় নিত্যদিন থাকছে রেস্তোরাঁর খাবার। এই সব কারণে নানান রোগে ভুগছেন সকলে। সঙ্গে বাড়ছে ওজন। যা ডেকে আনছে আরও বিপদ। এবার থেকে শরীর সুস্থ রাখতে খাদ্যাতালিকায় বিশেষ নজর দিন। ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম রাখুন তালিকাতে। সঙ্গে রাখুন ফাইবার পরিপূর্ণ খাবার। গবেষণায় দেখা গিয়েছে, ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে শরীর সুস্থ থাকবে। যে কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন ফাইবার সমৃদ্ধ খাবার খেলে কী কী উপকার মেলে।