কিটো কোকোনাট রাইস খেতে পারেন। এটি ওজন কমাবে। এটি বিশেষ ধরনের একটি খাবার। ফুলকপি, নারকেল, কারিপাতা, সরষে, জিরে, চিনাবাদাম, মরিচ, নুনও লেবুর রস দিয়ে এই পদ তৈরি করা হয়। যারা ভাত খেতে পছন্দ করেন তারা রাতে খেতে পারেন কিটো কোকোনাট রাইস। এতে পেট ভরা থাকবে সঙ্গে ওজনও কমবে না।