স্ট্রেসের কারণে বাড়ে ওজন। দীর্ঘদিন ধরে স্ট্রেসে ভুগছে যারা, তারা এমন সমস্যায় পড়তে পারেন। তাই সমাবার আগে নিয়জের স্ট্রেস কমান। অপারেশনের পর শুধু শরীরিক নয়, সঙ্গে মানসিক বিশ্রামও নিন। তা না হলে, ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। মন ভালো রাখতে যা যা করণীয়, তাই করুন। এতে সুস্থ থাকবেন।