ভেগান ডায়েট করে কমাতে পারেন ওজন। শস্য, সবজি, মটরশুটি, মুসুর ডাল, বাদাম খাওয়ার ওপর জোর দেওয়া হয়। এটি ৭ দিনের ডায়েট প্ল্যান। এতে খাদ্যতালিকায় শুরু মাত্রা এই কয়টি খাবার রাখা হয়। তবে, ভেগান ডায়েট করার আগে এই ডায়েট প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই ডায়েট না করাই ভালো।