দামী ক্যাপসুল আর নয়, এবার দাঁতের যত্নে মোক্ষম দাওয়াই পেঁয়াজ কিংবা রসুন, রইল রহস্যের খোঁজ

দাঁতের যন্ত্রণায় কাবু হচ্ছেন আপনি, হাজার চেষ্টাতেই কমছে না ব্যথা। খোঁচাখুঁচি করে নয়, বা বারে বারে পেইন কিলার খাওয়া নয়। এতে সমস্যা ক্রমেই বাড়বে। তাই দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে মাথায় রাখুন কয়েকটি সহজ ঘরোয়া টিপস। 

Jayita Chandra | Published : Aug 8, 2021 12:18 PM IST
18
দামী ক্যাপসুল আর নয়, এবার দাঁতের যত্নে মোক্ষম দাওয়াই পেঁয়াজ কিংবা রসুন, রইল রহস্যের খোঁজ

বাড়িতে পেঁয়াজ সকলেরই থাকে। তাই দাঁতে ব্যথা হলে খানিকটা পেঁয়াজ চিবিয়ে নিতে পারেন। বা চেপে ধরতে পারেন। এতে স্বস্তি মিলবে। 

28

লবঙ্গের মধ্যে অলিভওয়েল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। তৈরি হয়ে যাবে লবঙ্গ তেল। এই তেল দাঁতে লাগালে স্বস্তি মেলে। 

38

বাড়িতে রসুন থাকলে তা দু কোয়া নিয়ে নিন। তা থেঁতো করে নুন দিয়ে চিবিয়ে খান। দেখবেন দাঁতে ব্যথা কমে যাবে। 

48

বাড়িতে যদি থেকে থাকে হিং-এর গুঁড়ো তবে নিঃসন্দেহে তারসঙ্গে লেবুর রস মিশিয়ে দাঁতে লাগিয়ে নেওয়া যেতে পারে। 

58

নুনের সঙ্গে গোলমরিচ পেস্টে মিশিয়ে নিন। আর তা দিয়ে ব্রাশ করে নিলেই মিলবে সমস্যার সমাধান। 

68

পেয়ারা পাতা চিবিয়ে নিন। এতে দাঁতের ব্যথা কমে যায়। পেয়ারা পাতা ফুঁটিয়ে তার জল দিয়ে কুলি করেও নিতে পারেন। 

78

হাতের কাছে তেমন কিছু না পেলে অতিঅবশ্যই দাঁতে বরফ লাগিয়ে নিতে পারেন। এতে স্বস্তি মিলবে পলকে। 

88

এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে যদি দাঁতের সমস্যা কমাতে চান, তবে সবার আগে সামান্য নুন দিয়ে গরম জলে প্রতিদিন কুলিকুচি করতে ভুলবেন না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos