কলা ও পিনাট বাটার স্মুদি বানাতে পারে। পিনাট বাটার ওজন কমাতে সাহায্য করে। কলা ও পিনাট বাটার স্মুদি বানাতে প্রয়োজন কলা (১টি), পিনাট বাটার (১ টেবিল চামচ), ভ্যানিলা এসেন্স (হাফ টেবিল চামচ) , আমন্ড (১ কাপ), প্রোটিন পাউডার (১ স্কুপ), বরফের টুকরো (পরিমাণ মতো)