করোনা ভ্যাকসিনের অগ্রাধিকার কাদের দেওয়া হবে?
উঃ প্রথমে এই ডোজের অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইন কর্মী এবং প্যারামেডিক্যাল স্টাফ, সিভিল সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, রাজনীতিবিদ। এর পাশাপাশি তাঁদের পরিবারও চাইবেন আগে এটি পেতে। ৫০ বছরেরও বেশি বয়সের লোকেরা এবং অসুস্থ ব্যক্তিরাও আগে এই ডোজ পাবেন। তবে যাঁদের ডায়াবেটিস, এইচটি, ট্রান্সপ্ল্যান্ট এবং কেমোথেরাপির রয়েছে তাঁরা পরের দিকে এই ডোজ পাবেন। এরপর সুস্থ প্রাপ্তবয়স্ক, কিশোর, শিশু এবং সর্বশেষে নবজাতকদের এই ডোজ দেওয়া হবে।