মাঝে মধ্যেই বমি বমি ভাব লাগছে, কিছু খেলেই মনে হচ্ছে বমি হয়ে যাবে, তবে বাড়িতে থাকা এই জিনিস গুলোই আপনাকে দিতে পারে সহজে সমাধান। জেনে নিন এই সময় কী কী কাছে রাখবেন।
অনেকেই আছেন যাঁরা মাঝে মধ্যে বমি বমি ভাবের জন্য অসুস্থ হয়ে পড়েন। নায়ে গাড়িতে উঠলে, নয়তো হালকা স্ট্রেসে পড়লেই বমি বমিভাব হয়।
তবে দামী দামী ওষুধ খাওয়া নয়, এবার ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যার হাত থেকে মিলবে মুক্তি। তাই জেনে নিন কিছু ঘরোয়া টিপস।
অনেকেই রয়েছেন যাঁদের মাঝে মধ্যে বমির সমস্যা দেখা যায় বা বাসে ট্রামে উঠলেই সমস্যা হয়। এই সময় হাতের কাছে রাখুন এই কয়েকটি জিনিস।
লবঙ্গ- মুখে একটি লবঙ্গ রেখে দিলে তা বমি বমি ভাব কাটিয়ে দেয়। এ ছাড়াও মুখে কিছু থাকলে মনটাও অন্যদিকে থাকে। তা অনেকটা বমি ভাব কাটিয়ে উঠতে সাহায্য করে।
আদা- আদা কুঁচি মুখে রাখলে বমি বমি ভাব কেটে যায়। তাই মুখ খালি না রেখে মুখে সামান্য আদা কুঁচি রেখে দেবেন।
লেবু- লেবুর গন্ধই যথেষ্ট বমি ভাব কাটানোর জন্য। তাই সামান্য লেবু কেটে কাছে রাখা যেতেই পারে এই সমস্যা মেটানোর জন্য।
মৌরি- এমনই মুখে মৌরি দিলে তা খাবার হজমে সাহায্য করে থাকে। খাবারের পর মুখে মৌরি দিতে তা গা গোলানো অনেকটাই কমিয়ে দিতে পারে।
জোয়ান- জোয়ান খাবার হজম করাতে সাহায্য করে। তাই অবশ্যই সঙ্গে রাখুন জোয়ান। এতে বমির সমস্যাও কেটে যায়। তাই ওযুধ নয়, এবার ঘরোয়া টিপসেই হোক সমস্যার সমাধান।