ব্যায়াম করার সময় নেই, কিন্তু ওজন কমাতে চান, হাতের কাছে কুমড়ো থাকলেই হবে বাজিমাত

আমরা অনেকেই আছি যাঁরা শরীরের নানা সমস্যায় জেরবার। ক্রমেই বাড়ছে ওজন। সচেতন হলেও সময় মিলছে না ব্যায়াম করার। ফলে ইচ্ছে থাকলেও মেদ ঝড়ছে না শরীর থেকে। তাদের জন্যই রইল এবার এক অনবদ্য টিপস। যা হয়তো অনেকেরই অজানা। 

Jayita Chandra | Published : Mar 2, 2021 3:47 PM / Updated: Mar 03 2021, 08:33 AM IST
113
ব্যায়াম করার সময় নেই, কিন্তু ওজন কমাতে চান, হাতের কাছে কুমড়ো থাকলেই হবে বাজিমাত

বাড়িতে কম বেশি কুমড়ো সকলেরই আসে। কিন্তু সেই কুমড়োর গুণ থাকে সব থেকে বেশি তার দানায়। যা অনেকেই ফেলে দেয়। 

213

এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি, যা শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে, তাই কুমড়োর দানাই এবার রাখুন ডায়েটে। 

313

শরীরে যদি ক্লান্তি ভাব থাকে তবে কুমড়োর দানা খান। এতে শরীরে ৫০ থেকে ৬০০ পর্যন্ত মাত্রার ক্যালরি প্রদান করে থাকে।

413

হাড় শক্ত করতে সাহায্য করে থাকে। কারণ কুমড়োর দানায় পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। 

513

রক্তে থাকা শরীরের ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে থাকে কুমড়োর দানা। তাই সুস্থ থাকতে এই পদ পাতে রাখা খুব প্রয়োজন। 

 

613

অনিদ্রাতে ভুগছেন যাঁরা, তাদের জন্য অব্যর্থ পদ হল কুড়োর দানা। এটি স্নায়ুর চাপ কমাতে সাহায্য করে। 

713

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই কুমড়োর দানা। 

813

শরীরে প্রোটিনের মাত্রার ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে থাকে কুমড়োর দানা। কুমড়ো আমরা সকলেই খেয়ে থাকি। 

913

তবে রান্নার আগে বা বাজারেই রাস্তার ধারে পড়ে থাকে এই গুণ বহু কুমড়োর দানা। যা সুস্থ রাখতে সাহায্য করবে আপনাকে।এক ধাক্কায় কমে যাবে শরীরের একাধিক সমস্যা।  

1013

এছাড়াও প্রতিদিন মেনুতে কুমড়ো থাকা মানেই শরীরে প্রোটিনের ব্যালেন্স বজায় থাকা।

 

1113

শরীরের ফিটনেস এর জন্য অনেকেই ডায়েটে কুমড়ো রাখার পরামর্শ দেয়। কখনো সে তো কখনো আবার তরকারিতে কুমড়ো খাওয়ার চল সকলেরই আছে।

1213

যা নেই তা হলো কুমড়োর দানা গুলি পাতে রাখার অভ্যাস। এবার থেকে তা ফেলে না দিয়ে ডায়েটের যোগ করুন স্বাস্থ্যকর এই পদ।

1313

এক সংবাদমাধ্যমের কাছিম মুখ খুলে শ্রাবন্তীকে শুভেচ্ছা জানান এদিন রোশান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos