খেতে পারেন ডাল মুট চাট। টমেটো, পেঁয়াজ, পনির ও কিছু মশলা দিয়ে তৈরি করা হয় এই ডাল মুট চাট। এটি চাইনি নিজে বাড়িতেও বানানতে পারেন। মাত্র ১০ মিনিটে বানানো সম্ভব এই ডাল মুট চাট। এই স্বাদে চটপটা। তাই সন্ধ্যার চায়ের আড্ডার পরিকল্পনা থাকলে তৈরি করতেই পারেন ডাল মুট চাট।