মহিলাদের ক্ষেত্রে সন্তান ধারনে অন্যতম বাধা বা বন্ধ্যাত্বের কারণ হল যোনির সংক্রমণ। এটি মহিলাদের ক্ষেত্রে খুব সাধারণ একটি বিষয়। এটি নির্ভর করে মহিলাদের জীবনযাত্রার ওপর। অনেক ক্ষেত্রে টাইট আউটফিটের কারণে যোনিমুখ সংক্রমিত হতে পারে। তাছাড়াও জন্মনিয়ন্ত্রণের ওষুধ, ঋতুস্রাব ও অন্যান্য কারণে যোনিতে সংক্রমণ হয়। তাই যাঁরা সন্তান ধারণ করতে চান তাদের প্রথমেই দেখে নিতে হবে তাদের এই ধরনের কোনও সমস্যা রয়েছে কিনা।