পোকামাকোর নিয়ে নাজেহাল, বাড়িতে নানা স্থানে নানান পোকামাকরের উৎপাত, ওষুধ কিংবা স্প্রে দিয়ে না, এবার সমাধানে ডিমের খোলা। বাড়িতে টিকটিকির উপদ্রব থাকলে, ডিমের খোসা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে পোচ বা অমলেট করা গোটা ডিমের খোসা ঘরের এক কোনে রেখে দিন। এতে সহজেই ঘরের টিকটিকির উপদ্রব থেকে মুক্তি মিলবে।