২০০৬ সালে গোটা দেশ উত্তাল হয়েছিল হরিয়ানার প্রিন্সকুমারকে নিয়ে। ৬০ ফুট গভীর পরিত্যক্ত নলকুপে টানা দু'দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার করা গিয়েছিল কুরুক্ষেত্রের হলধেরি গ্রামের ৫ বছরের বালককে। কিন্তু কপাল অতটা ভাল ছিল না মধ্যপ্রদেশের বিজনোর খাদি গ্রামে ৭০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া ৪ শ্রমিকের। ১৬ ঘণ্টার লড়াই ব্যর্থ গেল। অক্সিজেনের অভাবে কুয়োতেই মারা গেলেন ৪ শ্রমিক। যাঁদের মধ্যে ৩ জন আবার মহিলা।