চলতি বছর ফেব্রুয়ারিতে বিজেপিকে প্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়ে রাজধানী দিল্লির বিধানসভা ভোটে বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে আম আদমি পার্টি। কিন্তু ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে রাজধানীতে বেড়ে চলা করোনা সংকট নিয়ে চাপে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর সরকার। দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে তিন নম্বরে রয়েছে রাজধানী। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। আর এই অবস্থাতে সরকারের আয় এসে থেমেছে তলানিতে। তাই একসময়ে লকডাউনের পক্ষ কথা বললেও মুখ্যমন্ত্রী এখন দিল্লিবাসীকে স্পষ্ট বার্তা দিয়েছেন করোনা নিয়েই বাঁচতে হবে। এই পরিস্থিতিতে দিল্লি সরকারের করোনা ব্যর্থতাকে সামনে তুলে ময়দানে নামতে চাইছে বিজেপি শিবির। ২০২২ সালে দিল্লিতে পুরভোট। আর এই পুরভোটে ভাল ফল করতে এখন থেকেই ঘর গোছানো শুরু করে দিল পদ্ম শিবির। তাই বিধানসভা ভোটে চূড়ান্ত ব্যর্থ মনোজ তিওয়ারিকে সরিয়ে দিল্লিতে দলের সভাপতি করা হল উত্তর দিল্লির প্রাক্তন মেয়র আদেশ কুমার গুপ্তাকে। শুক্রবারই মনোজ তিওয়ারির উপস্থিতিতে দিল্লি বিজেপির দায়িত্ব নিলেন আদেশ কুমার।