দেশে লকডাউন থাকাকালীনই খুলেছে কেদারনাথ ও বদ্রিনাথের দরজা। তবে এবার করোনা সংক্রমণের কারণে এই দুই ধামে পূণ্যার্থীদের প্রবেশের অনুমতি মেলেনি। এদিকে দেশে আনলক ১ শুরু হতেই ৮ জুন থেকে খুলে দেওয়া হয়েছে ধর্মস্থানগুলির দরজা। লকডাউন কাটিয়ে উঠে এবার ধাপে ধাপে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে দেশ ৷ যদিও দেশে সংক্রমণ বেড়েই চলেছে। তবে এর মধ্যে যাবতীয় দ্বন্দ্ব দূর করে অমরনাথ যাত্রা শুরু হবে বলে ঘোষণা করা হেছে। তবে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় এ বার কাটছাঁট করা হল অমরনাথ যাত্রার সূচিতে। মাত্র ১৫ দিনের জন্য চলবে এই যাত্রা, শুরু হবে ২১ জুলাই। চলবে ৩ অগাস্ট পর্যন্ত। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের আধিকারিকরা এ কথা জানিয়েছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮০ মিটার উঁচুতে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পবিত্র অমরনাথ গুহা। গত শুক্রবার সেখানে হয়েছে এ বছরের প্রথম পূজা।