মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তাখণ্ডের পিথরাগড়। স্থানীয় প্রশাসনের দেওয়া হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। খোঁজ নেই কমপক্ষে ৯ জনের। প্রবল বৃষ্টি আর ভূমি ধসের কারণে বহু মানুষই আহত হয়েছেন। সোমবার খুব ভোর বেলা প্রবল বৃষ্টি হয়। তাতেই লন্ডভন্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে মুনসিয়ারীর তাগা গ্রাম ও পিথরাগড়ের বানগাপানিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। মেঘাভাঙা বৃষ্টির তোড়ে বহু ঘরবাড়ি নষ্ট হয়েছে। ইতিমধ্যেই বিপর্যস্ত এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী দল। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। আর সেই কারণেই যোগাযোগ ব্যবস্থা প্রায় বিপর্যস্ত পাহাড়ী এই রাজ্যে।