গবেষণায় বলা হয়েছে, যদি দক্ষিণ এশিয় দেশগুলি বায়ু দুষণ সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নির্দেশিকা পূরণ করতে পারে, তবে এই অঞ্চলের একেক ব্যক্তির গড় আয়ু ৫.৬ বছর করে বাঁচবে। তবে, আশঙ্কার বিষয় হল, সম্প্রতি জানা গিয়েছে, ২০২১ সালে দিল্লিতে এমন একটিও দিন যায়নি, যেদিন রাজধানীর বাতাসের গুণমান বা একিউ মাত্রা ভাল ছিল।