অসমের তেল কূপের আগুনে জ্বলছে গ্রামের পর গ্রাম, দাবানলের গ্রাসে বিপন্ন এবার বন্যপ্রাণ

অসমের তিনসুকিয়ার বাগজান অয়েল ফিল্ড এখন জ্বলছে। অয়েলফিল্ডে বিস্ফোরণের জেরে ভয়াবহ আগুন এখন গ্রাস করছে গ্রামের পর গ্রাম৷ কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই বিধ্বংসী আগুন৷ গত মঙ্গলবার এই বিধ্বংসী আগুন লাগে। শেষ ১৪ দিন ধরে ওই খনি থেকে ক্ষতিকারক গ্যাস লিক করছিল৷ সেখান থেকেই আগুন ধরে যায়। ইতিমধ্যে আশেপাশের জঙ্গল ও জলাজমিতে ছড়িয়ে পড়েছে আগুন। ক্রমে তা ভয়ানক দাবানলে পরিণত হচ্ছে। যার ফলে  ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমির জীব বৈচিত্র্য এখন চরম সংকটের মুখে।

Asianet News Bangla | Published : Jun 11, 2020 1:32 PM
113
অসমের তেল কূপের আগুনে জ্বলছে গ্রামের পর গ্রাম, দাবানলের গ্রাসে বিপন্ন এবার বন্যপ্রাণ


উত্তর আসামের তিনসুকিয়া জেলায় প্রায় ১৪ দিন ধরে গ্যাস লিক হওয়ার পর মঙ্গলবার তাতে বিধ্বংসী আগুন ধরে। তিনসুকিয়া জেলার বাগজানে একটি তেলের খনিতে আগুন লাগে৷ 

213

 জানা গিয়েছে, শেষ ১৪  দিন ধরে ওই খনি থেকে ক্ষতিকারক গ্যাস লিক করছিল৷ সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ওএনজিডি কর্তৃপক্ষ৷ বিশেষজ্ঞরা পরীক্ষা চালানোর সময়ই হঠাৎ আগুন লেগে যায় কুয়োর কাছে। ফলে তা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাগুলিতে।

313

প্রাকৃতিক গ্যাসে লাগা ওই আগুন তীব্র আকার ধারণ করেছে৷ মনে হচ্ছে যেন অনেকগুলি শক্তিশালী বোমার একসঙ্গে বিস্ফোরণ ঘটেছে৷

413

আগুন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সংলগ্ন গ্রামগুলিতে।  এখনও পর্যন্ত ভস্মীভূত হয়েছে গিয়েছে ৬০টিও বেশি বাড়ি৷ ৮০ কিমি দূর থেকেও দেখা যাচ্ছে সেই অগ্নিকাণ্ড৷ 

513

এখনও পর্যন্ত ওই খনির আগুন নেভাতে পারেননি ওএনজিসি-র বিশেষজ্ঞরা ৷ খনি থেকে ক্রমাগত বেরিয়ে চলেছে কালো ধোঁয়া ও সেই সঙ্গে গ্যাস৷ যা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে৷ অসমের জঙ্গলে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ২ দমকলকর্মী। আগুনের উৎসের কাছের জলা জমি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়।
 

613

আগুন নিয়ন্ত্রণ না করা গেলে বায়ুসেনাকে হাত লাগাতে হবে৷ বিমান থেকে নেভানোর চেষ্টা করা হবে৷

713

অসম সরকারের তরফে জানানো হয়েছে  এখনও সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৫ দিন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণের বিষয়ে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ও বায়ুসেনা।
 

813

অন্যদিকে সময় থাকতে গ্যাস নিঃসরণ বন্ধ করায় অয়েল ইন্ডিয়া লিমিটেড অবহেলা করেছে বলে দাবি স্থানীয়দের। আগুন নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

913


ইতিমধ্যেই ওই ক্ষতিকারক গ্যাস লিকের কারণে প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমি। 

1013

জীববৈচিত্রের একটি গুরুত্বপূর্ণ হটস্পট হিসেবেই পরিচিত ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমি। এখানে ৩৬ ধরনের প্রজাতির স্তন্যপায়ী প্রাণি রয়েছে। আর ৩৮২ প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। মাগুরি বিলের কিছুটা অংশ পাখিদের জন্য সংরক্ষিত। এভিয়ান ও জলজপ্রাণিদের পছন্দের তালিকার মধ্যেও পড়ে এই এলাকা। কিন্তু গ্যাস লিক আগুনের উত্তপা ক্রমেই প্রভাব ফেলছে এই এলাকায়। 

1113

তেল কূপের আগুন ইতিমধ্যেই প্রাণ কাড়তে শুরু করেছে বন্য প্রাণিদের। বিশেষ করে শোচনীয় অবস্থা পাখিদের। তেল কূপে অগ্নিকাণ্ডের ফলে বাস্তুতন্ত্রের বড় ক্ষতি হয়ে যাবে বলেই আশঙ্কা করছেন পরিবেশবিদরা। 

1213

তেল কূপের আগুন শুধু যে অরণ্যভূমির ক্ষতি করেছে তা নয়, ক্ষতি হয়েছে কৃষি জমিরও। স্থানীয়দের একটা বড় অংশ পেশায় কৃষক। অনেকেই মূল জীবিকা পশুপান আর মাছ ধরা। কিন্তু তেলকূপের দুর্ঘটনা তাদেরও সমস্যায় ফেলেছে। বিস্তীর্ণ কৃষিজমিতে তেল ছড়িয়ে পড়ায় চরম ক্ষতি মুখে পড়েছেন কৃষকরা। আর প্রবল ক্ষতি হয়েছে জলাভূমিক। জলে তেল মিশে যাওয়ায় নষ্ট হচ্ছে জলজ প্রাণ। গৃহপালিত প্রাণিরও সমস্যা বাড়ছে। 

1313

তেল কূপের আগুন গোটা এলাকার চালচিত্র বদলে দিয়েছে বললেও অভিযোগ স্থানীয়দের। তবে ইতিমধ্যেই অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে সেই সাহায্য যথেষ্ট নয় বলেই দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos