অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল ব্যাঙ্কের ছুটির তালিকা

Published : Sep 24, 2021, 04:28 PM IST

দুর্গাপুজো থেকে ইদ-এ-মিলানদুনাবি, একের পর এক উৎসব রয়েছে দেশ জুড়ে। ফলে সামনের অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরপর ছুটি থাকায় গ্রাহকদের যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

PREV
110
অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল ব্যাঙ্কের ছুটির তালিকা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার বলছে অক্টোবর মাসে বেশ কয়েকদিন ধরেই বন্ধ থাকবে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক। বেশ কয়েকটি উৎসব এই তারিখে পড়ায়, ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

210

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রকাশিত ব্যাঙ্কের ছুটির তালিকায় এই দিনগুলি উল্লেখিত রয়েছে ।টাকা পয়সার লেনদেনের জন্য ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান থাকলে তাই একটু আগে থেকে জেনে নিন কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগামী মাসে। 

310

আরবিআইয়ের তালিকা বলছে ২১ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে। এর মধ্যে ১৪ দিন ব্যাঙ্ক হলিডে। বাকি সাতদিন উইকেন্ড অর্থাৎ শনিবার ও রবিবার পড়েছে। 

410

তবে সব রাজ্যে সবকটি ছুটি প্রযোজ্য হবে না। তবু জাতীয় ছুটি বা সরকারি ছুটি ও গেজেটেড ছুটিগুলি ধরলে বেশ কিছুদিন টানা বন্ধ থাকবে সব ব্যাঙ্ক।

510

ব্যাংকের জন্য সাপ্তাহিক ছুটির দিন বাদে উপরে তালিকাভুক্ত সমস্ত ছুটি ‘Negotiable Instruments Act’- এর আওতায় আসে। তবে এই সব ছুটিই প্রতিটি রাজ্যে প্রযোজ্য নয়। 

610

একবার আরবিআইয়ের ছুটির তালিকায় নজর রাখুন। পয়লা অক্টোবর-ব্যাঙ্কগুলির হাফ ইয়ারলি ক্লোসিং ডে (গ্যাংটক)। দোসরা অক্টোবর- মহাত্মা গান্ধী জয়ন্তী (সমস্ত রাজ্য), তেসরা অক্টোবর-রবিবার

710

৬ই অক্টোবর-মহালয়া, অমাবস্যা (আগরতলা, বেঙ্গালুরু, কলকাতা), সাতই অক্টোবর- লাইনিংথু সানামাহি-এর মেরা চাওরেন হাউবা (ইম্ফল), ৯ই অক্টোবর- দ্বিতীয় শনিবার, ১০ই অক্টোবর-রবিবার, ১২ই অক্টোবর- দুর্গাপুজো-মহা সপ্তমী (আগরতলা, কলকাতা), ১৩ অক্টোবর- দুর্গা পূজা-মহা অষ্টমী (আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফাল, কলকাতা, পাটনা, রাঁচি)

810

অক্টোবর ১৪- দুর্গাপূজা-মহা নবমী/দশেরা/আয়ুথা পূজা (আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, শিলং, শ্রীনগর, তিরুবনন্তপুরম), অক্টোবর ১৫- দুর্গাপূজা-বিজয়া দশমী/দশারা/দশেরা (ইম্ফাল এবং সিমলা ছাড়া সব ব্যাঙ্ক), অক্টোবর ১৬- দুর্গাপূজা-দশাইন (গ্যাংটক), অক্টোবর ১৭-রবিবার, অক্টোবর ১৮- কাটি বিহু (গুয়াহাটি)

910

অক্টোবর ১৯- ইদ-ই-মিলাদ/ইদ-ই-মিলাদুন্নবী/মিলাদ-ই-শরিফ — নবী মহম্মদের জন্মদিন/বড়ভফাত (আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফাল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই , নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম)

1010

২০ অক্টোবর: মহর্ষি বাল্মিকির জন্মদিন/লক্ষ্মী পূজা/ইদ-ই-মিলাদ (আগরতলা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা, সিমলা), অক্টোবর ২২- ইদ-ই-মিলাদ-উল-নবী (জম্মু, শ্রীনগর)। অক্টোবর ২৩- চতুর্থ শনিবার, অক্টোবর ২৪- রবিবার, অক্টোবর ২৬- অধিগ্রহণ দিন (জম্মু, শ্রীনগর), অক্টোবর ৩১- রবিবার

click me!

Recommended Stories