শিল্পকর্ম ও ভাষ্কর্যগুলির মধ্যে রয়েছে তিন মাথাওয়ালা ব্রহ্মা, রথচালক, সূর্য, বিষ্ণ ও তার সঙ্গী, দক্ষিণমূর্তি হিসেবে শিব, নৃতরত গণেশ। কিছু বৌদ্ধ ও জৈন যুগের শিল্প কর্মও দেশে ফিরছে। এছাড়া সাধারণ শিল্পকর্মগুলির মধ্যে রয়েছে এক মহিলার ড্রাম বাডানোর মূর্তি, সাধারণ এক দম্পতির মূর্তি।