বরাবরই মন্ত্রীসভায় মহিলাদের গুরুত্ব দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আমলেই ভারত প্রথম মহিলা বিদেশ, ও অর্থমন্ত্রী পেয়েছে। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার সময় মোদী মন্ত্রিসভায় মহিলার সংখ্যা ছিল ৬, ২০১৯-এ প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণে মহিলা ছিলেন ৭ জন। বুধবারের মোদীর দলে যোগ দিয়েছেন আর সাতজন নতুন মহিলা মুখ। সব মিলিয়ে রদবদল ও সম্প্রসারণের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রথমবার মোট ১১ জন মহিলা মন্ত্রী হলেন। চিনে নেওয়া যাক টিম মোদীর এই মহিলা একাদশ'কে -