নির্মলা সীতারমণ
৬২ বছর বয়সী নির্মলা সীতারমণ বর্তমানে দেশের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০১৪ সাল থেকেই তিনি রাজ্যসভায় সদস্য। প্রথম মোদী মন্ত্রিসভায় নির্মলা সীতারমনকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ইন্দিরা গান্ধীর পর তিনিই ছিলেন দেশের দ্বিতীয় মহিলা প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রথম মহিলা হিসাবে অর্থ মন্ত্রকের পূর্ণমন্ত্রী।