দায়িত্ব কমবে নয় মন্ত্রীর
আপাতত মোদী মন্ত্রীসভায় অন্তত নয়জন মন্ত্রী অতিরিক্ত মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁদের বার কমানো হবে বলেই জানা গিয়েছে। এই নয়জন হলেন - প্রকাশ জাভাদেকর, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, নিতিন গড়করি, ডাক্তার হর্ষ বর্ধন, নরেন্দ্র সিং তোমর, রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানি এবং হরদীপ সিং পুরি।