বাবার দফতরই পেলেন সিন্ধিয়া, অমিত শাহকে নতুন দায়িত্ব - নয়া টিম মোদীতে কে কোন দফতর পেলেন, দেখুন

Published : Jul 07, 2021, 11:27 PM ISTUpdated : Jul 07, 2021, 11:28 PM IST

বুধবার রদবদল ঘটল মোদী মন্ত্রিসভার। ৩৬টি নতুন মুখ যুক্ত হয়েছে মন্ত্রিসভায়। একইসঙ্গে পদোন্নতি ঘটেছে সাতজন প্রতিমন্ত্রীর, তাঁরা এদিন পূর্ণমন্ত্রী হিসাবে পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণের পর এদিন রাতেই নতুন মন্ত্রীদের পোর্টফোলিও-ও ভাগ করে দেওয়া হয়েছে। মোট ৫৩টি কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব সামলাবেন ৩০ জন পূর্ণমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ২ জন প্রতিমন্ত্রী। এছাড়া, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর অধীনে থাকবেন প্রতিমন্ত্রীরা। একই ধরণের বা ওভারল্যাপিং ডোমেন রয়েছে এমন মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় আনতেই এটা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কে কোনও মন্ত্রকের দায়িত্ব পেলেন  -  

PREV
118
বাবার দফতরই পেলেন সিন্ধিয়া, অমিত শাহকে নতুন দায়িত্ব - নয়া টিম মোদীতে কে কোন দফতর পেলেন, দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক দেখাশোনা করবেন।

 

218

অমিত শাহ-কে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সঙ্গে নতুন তৈরি সহযোগিতা মন্ত্রকের দায়িত্বও সামলাতে হবে।

 

318

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক, যে মন্ত্রকের দায়িত্ব একসময় সামলেছিলেন তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়া।

 

418

করোনা কালে দারুণ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যমন্ত্রক, দেশের নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মান্ডব্য। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রাসায়নিক এবং সার মন্ত্রকও।

518

এই সময়ের অপর গুরুত্বপূর্ণ মন্ত্রক, শিক্ষামন্ত্রকের দায়িত্ব পেয়েছেন এতদিন পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব সামলানো ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রকের সঙ্গে সঙ্গে স্কিল ডেভলপমেন্ট মন্ত্রককেও রাখা হয়েছে।

 

618

আর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে সরিয়ে হরদীপ সিং পুরিকে দেওয়া হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব।

 

718

পীযূষ গয়ালের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে রেল মন্ত্রকের দায়িত্ব। নতুন রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে থাকছে ইলেকট্রনিক্স ও যোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রকও।

818

তবে পীযূষ গয়ালের হাতে থাকল বাণিজ্য মন্ত্রক এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রক। অতিরিক্ত দায়িত্ব হিসাবে তাঁকে সামলাতে হবে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব।

 

 

 

 

 

918

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথম মোদী সরকারের ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে দেওয়া হয়েছে বন্দর, নৌ-পরিবহন ও আয়ুষ মন্ত্রকের দায়িত্ব।

 

1018

এতদিনের জুনিয়র অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর এবার পূর্ণমন্ত্রী হয়ে পেয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়া ও যুব কল্যান মন্ত্রকের দায়িত্ব।

 

1118

আর ক্রীড়া ও যুব কল্যান মন্ত্রকের দায়িত্বে থাকা কিরেন রিজিজু পেয়েছেন আইন মন্ত্রকের দায়িত্ব।

 

1218

জি কিশান রেড্ডিকে করা হয়েছে সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্ব বিষয়ক দফতরের মন্ত্রী।

 

1318

নারায়ণ রানে - মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে কে দেওয়া হয়েছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, এবং মাঝারি শিল্প মন্ত্রক।

 

1418

জেডিইউ নেতা রামচন্দ্র প্রসাদ সিং হলেন নতুন ইস্পাতমন্ত্রী।

 

1518

এলজেপি নেতা পশুপতি কুমার পারস হয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী।

 

1618

রাজ কুমার সিং হয়েছেন নতুন বিদ্যুত এবং নতুন ও অপ্রচলিত শক্তিমন্ত্রী।

 

1718

ভূপেন্দর যাদব পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং শ্রম ও কর্মসংস্তান দফতরের মন্ত্রী হলেন।

1818

পুরুষোত্তম রুপালাকে দেওয়া হয়েছে মৎস ওপশপালন দফতর।

 

click me!

Recommended Stories