হেটেরো জানিয়েছিল, ১০০ মিলিগ্রাম ডোজের ওষুধে মূল্য পাঁচ থেকে ৬ হাজারের মধ্যে রাখা হবে। তবে তার থেকে কম দামের কথা বলল সিপলা। সিপলার পক্ষে জানানো হয়েছে, “মানুষের কেনার ক্ষমতা মাথায় রেখেই এই ওষুধের দাম ঠিক করা হয়েছে। ১০০ মিলি ডোজের একটি ইঞ্জেকশন ভায়ালের দাম পাঁচ হাজার টাকার নীচে রাখা হবে। এটাই বিশ্বে সবচেয়ে কম দামে রেমডেসিভির হবে।”